সাহায্যের আর্জি, লকডাউনের জেরে অসহায় অবস্থায় ময়নাগুড়িতে ভিন রাজ্যের মুটেরা
জেলা প্রতিনিধি, ময়নাগুড়ি: লকডাউনের জেরে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন ময়নাগুড়িতে আটকে থাকা ভিন রাজ্যের মুটেরা। ভিন রাজ্য থেকে এসে ময়নাগুড়িতে মালবাহী গাড়ি বা বাসের থেকে মালপত্র নামিয়ে যা আয় হত তা দিয়েই সংসার চালাতেন এই মুটেরা। কিন্তু লকডাউন থাকায় পরিবহন একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে আয়ের কোনও জায়গা নেই।
এই চরম পরিস্থিতিতে নিজেদের খাদ্য সংস্থানের পাশাপাশি পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে। এই অবস্থায় তারা তাদের বাড়িও ফিরতে পারছেন না। তাই প্রশাসনের কাছে তাদের বাড়ি (বিহার) ফেরার জন্য উপযুক্ত ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন। ময়নাগুড়ির এক মুটে আব্দুল বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে ময়নাগুড়িতে কাজ করছি। কিন্তু লকডাউন থাকায় আমাদের পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে। এই অবস্থায় বাড়িতে টাকা পাঠাতে পারছি না। তাই আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করার জন্য।”