নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই পর্বে কিছু শ্রমিক স্পেশাল, স্পেশাল ট্রেন, পার্সেল এক্সপ্রেস ছাড়া মেট্রোসহ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ। এরইমধ্যে বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রো শুরু করলো ‘ মেন্টেন্যান্স স্পেশাল’। এই ট্রেন প্রতিদিন সকাল ১০ টায় কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে ছাড়বে। আবার বিকেল ৪ টেয় ওই দুই স্টেশনে ফিরবে। ট্রেনগুলি প্রত্যেক স্টেশনে নিয়মমতো থামবে। এই ট্রেনগুলিতে কেবলমাত্র মেট্রো কর্মীরাই উঠবেন। প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ববিধি মানতে হবে।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে শুরু হল ডোমেস্টিক বিমান পরিষেবা
মেট্রোরেলের চিফ অপারেশনাল ম্যানেজার সাত্যকি নাথ জানিয়েছেন, ‘ এই ট্রেন আসলে মেনটেন্যান্স ট্রেন। কেবলমাত্র কর্মীরাই উঠবেন। দীর্ঘদিন মেট্রো বন্ধ। সেই কারণেই ট্রেন চালিয়েছে সব ঠিকঠাক আছে কিনা দেখা হচ্ছে। এরসঙ্গে যাত্রী পরিষেবার কোন বিষয় নেই।’ মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘।মেট্রো পরিষেবার বিষয়ে রেলবোর্ড থেকে কোন নির্দেশিকা আসেনি। পরিষেবা চালুর নির্দেশিকা এলে সংবাদ মাধ্যমকে জানাবো। অর্থাৎ গুজবে কান দেবেন না।’