১ নভেম্বর থেকে রান্নার গ্যাস পরিবহনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র। এবার বাড়িতে রান্নার গ্যাস পরিবহনের ক্ষেত্রে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। আগামী ১নভেম্বের থেকে এই নিয়ম কার্যকরী হবে। এর নাম দেওয়া হয়েছে Delivery Authentication Code. প্রাথমিকভাবে ১০০ টি স্মার্ট সিটিতে এই নিয়ম চালু করা হবে। সবার প্রথমে রাজস্থানের জয়পুরে এই Delivery Authentication Code সিস্টেম চালু করা হবে। জানা গিয়েছে যে, ১ নভেম্বর থেকে কেউ যখন গ্যাস বুক করবেন, তখন তিনি একটি কোড পাবেন। এই কোড যে মোবাইল নম্বর থেকে গ্যাস বুক করা হচ্ছে সেখানে যাবে। এরপর গ্যাস ডেলিভারির সময় ওই কোড গ্রাহককে দেখাতে হবে।
জানা গিয়েছে যে, এবার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। এই ওটিপির পরেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ১ নভেম্বর থেকেই সব গ্যাস সংস্থাগুলি এই নতুন নিয়ম চালু করছে। জানা গিয়েছে যে, সিলিন্ডার চুরি রুখতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেইসঙ্গে সঠিক কাস্টমারের বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে কিনা, সেই খেয়ালও রাখা সম্ভব হবে।