fbpx
দেশহেডলাইন

মাল বাজারের মাল নদীতে হড়পা বানে দুর্ঘটনা, উদ্ধার ৭ জনের মৃতদেহ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক :মাল বাজারের মাল নদীতে হড়পা বানে ভেসে যাওয়া দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

উত্তর বঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে ঠাকুর বিসর্জনের সময় হটাৎ হড়পা বানে ভেসে মৃত্যু তিন জনের। নিখোঁজ রয়েছেন অনেক। বিপদজনকভাবে এখনো প্রায় ৪০ জন মানুষ আটকে রয়েছে নদীর মাঝখানের চড়াতে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধারে নেমেছে সিভিল ডিফেন্স ও জেলা পুলিশের কর্মীরা। ডাকা হতে পারে সেনাকে। নবান্নকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত ব্যবস্থা নিতে।

 

 

Related Articles

Back to top button
Close