বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু মায়ের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র এক আত্মীয়র বাড়িতে দিতে যাওয়ার সময় মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার মালতিপুর এলাকার রাজ্য সড়কে। গোটা ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।
এই ঘটনায় মৃত মহিলার ছেলেও আহত হয়েছেন। মালতিপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত মহিলার নাম সাকিলা বিবি (৪৮)। ছেলের সঙ্গে মোটর বাইকে করে হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের বিয়ের নিমন্ত্রণপত্র দিতে যাচ্ছিলেন। মালতিপুর থেকে কিছুটা দূরেই রাজ্য সড়কে হঠাৎ একটি বাম্পারের সামনে বাইকটি পড়ে যায়। বাইকটি দ্রুতগতিতে চলার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। হেলমেট থাকার কারণে চালক বেঁচে গেলেও, মাথায় চোট লেগে মৃত্যু হয় ওই মহিলার।
মৃতের এক আত্মীয় সামশের শেখ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক । রাতে আমরা বিষয়টি জেনে মালিতিপুর এলাকায় যায়। সাকিলা বিবির দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।