গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদককারবারী গ্রেফতার
মালদা: ১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদককারবারীকে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে গঙ্গানারায়ন এলাকা থেকে ওই মাদকারবারীদের একটি মোটরবাইক সহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নসরুল ইসলাম (32) ,সদিকূল হক (29),ও নসরুল সেখ।ধৃতদের বাড়ি জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১৫০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে,ধৃতদের ব্রাউন সুগার কাউকে দেওয়ার উদ্দেশ্য ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে সাত দিনের হেফাজত চেয়ে পেস করেছে কালিয়াচক থানার পুলিশ।সাথে এই পাচার চক্রের সাথে আরও কারা জড়িত তাদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।