গোষ্ঠী কোন্দল মেটাতে বৈঠকে বসলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্বরা

মিল্টন পাল,মালদা: শুভেন্দু অভিষেক বৈঠকের পরই মালদা শহরে গোষ্ঠী কোন্দল মিটিয়ে নিজেদের মধ্যে বৈঠকে বসলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও কোনো দলীয় কার্যালয়ে এই বৈঠক হয়নি। হয়েছে শহরের একটি বিলাসবহুল হোটেলে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর তৃণমূলের মালদা জেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জেলা তৃণমূলের ৩ কো-অর্ডিনেটর,দুলাল সরকার ,অম্লান ভাদুরি ও মানব বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্র ও মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।
যদিও গোষ্ঠী কোন্দলের কথা কলকাতায় স্বীকার করলেও এদিন তা অস্বীকার করেন তৃণমূলের মালদা জেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। সংবাদ মাধ্যমকে কোনরকমে এড়িয়ে যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দুলাল সরকার বলেন রাজ্য নেতৃত্তের নির্দেশেই এই বৈঠক হয়েছে। বৈঠকের সার্বিক আলোচনা হয়েছে। তৃণমূল গোষ্ঠী কোন্দলে জীর্ণ এদের দলের নেতৃত্ব একে অপরের ছায়া মারাতে চায়না। এরা সবাই আমাদের সাথে যোগাযোগ করছে বলে দাবি করেন বিজেপির মালদা জেলার সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল।