fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মালদার প্লাস্টিক কারখানা, মৃত কমপক্ষে ৪

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মালদার একটি প্লাস্টিক কারখানা। জানা গিয়েছে, মালদহের সুজাপুরে একটি প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। যদিও মৃত ও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ওই বিস্ফোরণের ঘটনায় হতাহতেরা সকলেই ওই কারখানার শ্রমিক। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্লাস্টিক কারখানার একটি মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তারপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে ইতিমধ্যে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন শ্রমিক মারা যান। গুরুতর আহত ৬ জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ২ জনকে ‘মৃত’ ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, কী কারণে বিস্ফোরণ তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Back to top button
Close