
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশের ছটি শহর থেকে কলকাতা বিমানবন্দরে বিমান নামার ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিল করল রাজ্য সরকার। নবান্নে একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের ছটি শহর থেকে কলকাতায় বিমান নামার অনুমতি দিলেন তিনি। তিনি জানালেন, সপ্তাহে তিন দিন মুম্বই, দিল্লি, সুরাট, আহমেদাবাদ, পুণে এবং চেন্নাই থেকে কলকাতায় বিমান নামার অনুমতি দেওয়া হল। এদিন তিনি বলেন, “আপাতত সপ্তাহে তিন দিন করে চলুক। পয়লা সেপ্টেম্বরের পর থেকে। তবে পুরোটা এখনই না হওয়াই উচিত।
আরও পড়ুন:বৃষ্টিতে ভেঙে পড়ল বেলেঘাটার পুরনো বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
মারন ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায়, কলকাতা থেকে কোভিড হটস্পট ছ’টি শহরে বিমান চলাচলে ৩১ আগস্ট অবধি নিষেধাজ্ঞা ছিল। যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই এবং আমেদাবাদ। ১ সেপ্টেম্বর থেকে অবশ্য কলকাতা থেকে এই শহরগুলির মধ্যে বিমান চলাচল শুরু হয়ে যাচ্ছে। তবে সপ্তাহে তিনদিন করে চলবে বিমান। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা বিমান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করার অনুমতি এখনই দিচ্ছি না।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, মেট্রো যদি সামাজিক দূরত্ব বিধি মেনে চালাতে চায়, চালাতে পারে। পাশাপাশি তিনি বলেন, ‘কম সংখ্যায় লোকাল ট্রেন চালানো যেতে পারে। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে কথা বলতে পারে রেলওয়ে কতৃপক্ষ। এছাড়া রাজ্যের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলতে থাকবে।