
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। সেই উপলক্ষে আজ সকালে টুইটে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তিনি দুটি ট্যুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ছাত্র-যুবরা ভারতবর্ষের ভবিষ্যত্। তাঁদের মধ্যে প্রতিভার কোন অভাব নেই। তিনি মনে করান নিজেও একসময় ছাত্র রাজনীতি করতেন। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর লড়াই। তাঁর কথায়, ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্যে নেতা উঠে আসে ছাত্র সমাজ থেকেই।পাশাপাশি এটাও জানিয়েছেন যে এদিন দুপুর ৩টের সময় তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার ছাত্রছাত্রীদের জন্য বার্তা রাখবেন। যদিও আপামর তৃণমূল পরিবার সেই বার্তা শোনার অপেক্ষায় প্রহর গুণছে।
Today is #TMCPFoundationDay. Youths and students are the future of the country. They are talented, skilful, hardworking. My political struggle also began as a student activist. Future leaders of the country will emerge from among students (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2020
আরও পড়ুন: ফাইনাল বর্ষের পরীক্ষা নিতেই হবে, UGC’র সিদ্ধান্তকে মান্যতা সুপ্রিম কোর্টের
এদিন দুপুর ৩টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে তাঁর বক্তব্য পেশ করবেন। সেই বক্তব্য যাতে রাজ্যের সবাই নিজের নিজের মোবাইল মারফত শুনতে ও দেখতে পারে তার জন্য ওই বক্তব্য নানা সোশ্যাল মিডিয়ায় লাইভ করা হবে। এছাড়াও তৃণমূলের তরফে প্রতিটি জেলায় খোলা হয়েছে একটি করে সেন্ট্রাল স্ক্রিনিং সেন্টার। সেখানে থাকছে জায়েন্ট ক্রিন যাতে দলনেত্রীর বক্তব্য সহ অনুষ্ঠানের সবটাই লাইভ দেখা যাবে। সেখানে দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধি, সমর্থকেরা দলনেত্রীর ভাষণ শুনতে ও দেখতে পারবেন। একই সঙ্গে দলনেত্রীর ভাষণ সোশ্যাল মিডিয়াতে লাইভের ক্ষেত্রে এবার ১৭ দফা নির্দেশ জারি করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে।