ডিসেম্বরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: ডিসেম্বরের মাঝামাঝি কোচবিহারে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর কোচবিহারের দলীয় কর্মসূচীতে যোগদান করবেন তিনি । তবে ওই কোথায় ওই দলীয় কর্মসূচী হবে তা এখন ঠিক করা হয় নি। কোচবিহারে দলের মধ্যে দ্বন্দ অনেকদিন ধরেই চলছে। পার্থ প্রতিম রায় কে জেলা সভাপতি করার পর কোন্দল আরও বেড়ে যায়। বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি তে যোগ দেন। মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের মধ্যে দিয়ে কোচবিহারে দলের গোষ্ঠী দ্বন্দ অনেকটাই কমবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচীতে আসবেন। তবে ওই দলীয় কর্মসূচী কোথায় কিভাবে হবে তা এখন ঠিক করা হয় নি।
প্রসঙ্গত দলের সাথে ৩০ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী। তাঁর আগেই তিনি বিভিন্ন ব্লক কমিটি নিয়ে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ক্ষোভ প্রকাশ করেন।শুক্রবার তিনি দিল্লিতে বিজেপিতে যোগদান করেন । এই পরিস্থিতিতে কোচবিহার জেলা তৃণমূলের কংগ্রেসের অবস্থা কেমন রয়েছে তা সরেজমিনে দেখতেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আসছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।তার সফরের মধ্যে দ্দিয়ে গোষ্ঠী দ্বন্দ কতটা কমে সেই দিকেই তাকিয়ে সকলে।