fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

‘দিদি পারামানেন্ট ভাবে জেলে থাকবেন’ কান্দিতে জনসভায় থেকে কটাক্ষ তোপ দিলীপের

কৌশিক অধিকারী, কান্দি: অন্যায় বরদাস্ত নয়, ক্ষমতা এলে সব হিসাব নিকাশ করা হবে। কান্দিতে দলীয় সভা থেকে একাধিক বিষয়ে শাসক দল ও তৃণমূল কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি পাখমাড়া ডোবে বিজেপি পক্ষ থেকে একটি জনসভা আয়োজন করা হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ সহ জেলার বিজেপি নেতৃত্বরা। এদিনের এই সভা আগে কান্দি বিশ্রামতলা থেকে কান্দি পাখমাড়া ডোব পর্যন্ত একটি মিছিল করা হয়, মিছিলে পা মেলান দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের মিছিলে ও পুরন্দরপুরে দিলীপ ঘোষ কে কালোপতাকা দেখান তৃণমূল কর্মীরা। দিলীপ ঘোষ গো ব্ল্যাক শ্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আর অন্যায় বরদাস্ত নয়, ক্ষমতা এলে সব হিসাব নিকাশ করা হবে। কান্দি হাসপাতাল রোডে কালোপতাকা দেখানো ইসুতে দিলীপ ঘোষ বলেন, দিদির ভাই কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল। যারা কালো টাকা রোজগার করছে মস্তানি করছে মে মাসে পরে তারা হেরে যাবে। আমরা কালো ধান্দা করি না, কালো কাজ করিনা।

বাঁকুড়া সভা থেকে দিদি বলেছে সাহস থাকলে জেলে ভরে দাও, দিদি পারামানেন্ট ভাবে জেলে থাকবেন। কেন তিনি জেলে যাবার ভয় হচ্ছে? বাইরে কেও থাকবে না, কটক ভুবনেশ্বর জেল ভরে যাবে দিদির দলের নেতাদের । আমফান থেকে ঘরের টাকা যারা সব টাকা  ঝেড়ে ছেন তারা জেলে যাবেন। যখন লোকের টাকা ঝেরে ছিলেন তখন মনে হয়নি যে জেলে যেতে হবে। যারা রেশন টাকা ঝেরেছেন তাদের রেশন টাকা খেতে পাবেন না। আমফান যেখানে ঝড়ে বাড়ি ভেঙে গেছে কিন্তু ত্রিপল পাননি তারা কোন ক্ষতি পুরন পাননি। লক্ষ টাকা খরচ করে ত্রিপল কিনেছে সব নেতাদের বাড়িতে রাখা আছে বিধানসভা নির্বাচন সামনে বেরিয়ে আসবে সেই ত্রিপল।

আজকে বিভিন্ন রাজ্যেকে গুন্ডা রাজ থেকে মুক্তি দিয়েছি। আজকে পশ্চিমবঙ্গ কেও মুক্তি দেব, আমাদের কোন ভয় নেই, আমরা টাকা মারিনি তাই কোন ভয় নেই। যেদিন বিজেপি সরকার হবে সেদিন সবার কাছ থেকে কেস তুলে নেব সাথে তৃণমূল কর্মীদের কেস তুলে নেব।পৌরসভা নির্বাচন হচ্ছে না, কারন ভোট হলে হেরে যাবে। তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে বিধায়ক তাদের বাড়িতে উন্নয়ন হয়েছে। লোকের বাড়ি হচ্ছে না, তৃণমূল বলছে আগে কাটমানি দেওয়া হোক তারপর বাড়ি হবে।

আরও পড়ুন: নয়া কোভিডবিধি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক, কনটেনমেন্ট জোনে আরও কড়া নজরদারি

আগামী দিনে বিধানসভা আবার হারবে তৃণমূল , তাদের দুকান কাটা। দিদির ভাইরা টাকা লুঠ করছে, দিদির ভাইরা আজকে অ্যাকাউন্টট বই নিয়েছেন। এই ধান্দাবাজি বন্ধ করতে হবে। সিপিএম কংগ্রেস ওরা আর অন্ধ হয়েছে। আজকে উত্তরবঙ্গে বৌনি করতে পারল না লোকসভা নির্বাচনে। তৃণমূল কে হারাতে সিপিএম নয় বিজেপি চাই, তাই আজকে সমস্ত ধর্মের মানুষ বিজেপিতে যোগদান করছে। আজকে বাংলার মুসলমান গরীব, মুসলিম গরিব ও অশিক্ষিত আছে তাদের জন্য দায়ী সিপিএম ও তৃণমূল। পুলিশ যদি ভয় দেখিয়ে কাজ করলে হিতে বীপরিত হবে। আজকে আমাদের খালি হাতে নেই, পুলিশ যদি তৃণমূল ক্যাডার মতো কাজ করেন তাহলে ঝান্ডা ধরুন। পুলিশের উর্দি কে সম্মান করি, চামচা গিরি করছে তৃণমূলের। আজকে পুলিশের লজ্জা করা উচিত। বিজেপি যখন ক্ষমতা আসবে তখন কেস তুলে নেব, ভবিষ্যতে জঙ্গল মহল ও দার্জিলিং পোষ্টিং করা হবে বাড়ির সদস্যদের মূখ ও দেখতে পাবেন না বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ।

আজকে বাংলার মানুষ যাতে নিজের ভোট যাতে নিজে দিতে পারেন তার ব্যাবস্থা আমরা করব। বুথ থেকে একশো মিটার কাজ দেওয়া হবে পুলিশ কর্মীদের। দিদির ভাইরা আজকে অনেক দুষ্টু, দুষ্টু ছেলেদের কি করে ঠান্ডা হবে আমরা জানি। পাশে ঝাড়খণ্ড ও বিহারে জায়গা কিনতে বলুন। ভবিষ্যতে ঐ রাজ্য যেতে হবে। দিদি বলতেন পাহাড় হাসতে জঙ্গল মহল হাসছে কিন্তু এমন শিক্ষা দিয়েছে দিদি মনি কে যে আর নাম নিতে পারছেন না। মুর্শিদাবাদ জেলাতে উগ্র পন্থিরা ধরা পড়ছে, মুর্শিদাবাদ জেলার বদনাম হচ্ছে। কান্দি সাঁইথিয়া রেলপথ স্হাপন এখনও হয়নি, অধীর চৌধুরী রেলপথ করতে পারেননি বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ । এখানে মানুষের উপর বিশ্বাস নেই তাই বিহার থেকে ঠিকাদার নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ জিতানো জন্য। আমরা রোজগার পাচ্ছি না, আর ৫০০কোটি টাকা দিয়ে দিল একজনকে। অমিত শাহ বহিরাগত আর প্রশান্ত কিশোর বহিরাগত নয় বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ।

 

 

 

Related Articles

Back to top button
Close