ইউজিসির নির্দেশ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ইউজিসি আর পরীক্ষার নির্দেশ নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে যে কোনও ভাবেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেটা জানিয়েই শনিবার দিল্লির কেজরিওয়াল সরকার সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করার ঘোষণা করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে বাংলা।
[আরও পড়ুন- পাহাড় থেকে সমতল বিজেপিময়…..]
উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, করোনা আবহে কোনও ভাবেই কোনও পরীক্ষা যেন না নেওয়া হয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। সেই সঙ্গে এটাও জানিয়েছিল পড়ুয়াদের আগেকার পরীক্ষার যেন মূল্যায়ণ করে নেওয়া হয়। সেই সঙ্গে চেষ্টা করতে যাতে চলতি মাসের মধ্যেই যেন পড়ুয়াদের হাতে রেজাল্ট চলে আসে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিও সেই নির্দেশ অনুযায়ী চলছিল। এরই মধ্যে ইউজিসি জারি করে নয়া নির্দেশ। তাতে বলা হয় সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আবশ্যিক ভাবে যেন পরীক্ষা নেওয়া হয়। এরই মধ্যে এবার এর বিরোধীতা করে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর চিঠি চলে গেল। মুখ্যমন্ত্রী চিঠিতে এও জানিয়েছেন যে পরীক্ষা নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের যে সিদ্ধান্ত, তা এককভাবে নেওয়া হয়নি।