মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই হল ‘ইউস অ্যান্ড থ্রো’: অর্জুন সিং

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: হালিশহরের পুরো প্রশাসকের পদত্যাগ নিয়ে রাজনৈতিক চাপানউতোর। চ্যালেঞ্জ থেকে পাল্টা চ্যালেঞ্জ সবই চলতে থাকল শাসকদলের অভ্যন্তরে। এদিকে সবের মধ্যেই শাসকদলকে কটাক্ষ করে অর্জুন সিংয়ের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই হল ‘ইউস অ্যান্ড থ্রো’। হালিশহরের প্রশাসক অংশুমান রায়ের পদত্যাগের কারণ হল আমফানের দুর্নীতি। গতকাল সন্ধ্যায় জেলা শাসকের দফতরে পর্যালোচনা বেঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এমনই অভিযোগ করেন।
তারপর এই নিয়ে মুখ খুললেন হালিশহর পুরসভার প্রাক্তন মুখ্যপ্রশাসক অংশুমান রায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চ্যালেঞ্জ করে বলেন, তিনি শ্রদ্ধা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দেখে দল করতে এসেছেন। যদি তার নামে(অংশুমান রায়) কোনও দুর্নীতির প্রমাণ যদি পাওয়া যায়, তবে দল যা শাস্তি দেবে তা তিনি মেনে নেবেন।
আরও পড়ুন:সাপ্তাহিক লকডাউনে আবারও একদিন ঘরবন্দি সমগ্র উত্তর ২৪ পরগনার মানুষ, চলছে পুলিশের নজরদারি
;তবে এই ঘটনায় অর্জুন সিং বলেন, দলে টাকার যোগান দিতে না পারায়, অংশুমান রায়কে সরানো হয়েছে। যে তৃণমূলের নেতাদের টাকা দিতে পারবে না তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই হল ‘ইউস অ্যান্ড থ্রো’।