
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টুইট যুদ্ধে চলছেই রাজ্যপাল আর প্রশাসনের মধ্যে। রাজ্যপাল জগদীপ ধানকর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় রাষ্ট্রীয় শোষণের অভিযোগ তুললেন। মঙ্গলবার টুইটে এই প্রসঙ্গে বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ‘ হীরক রাজার দেশের’ তুলনা টানলেন। কি লিখেছেন টুইটে? রাজ্যপাল লিখেছেন, ‘ রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা ব্যঙ্গ ছবি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ওই ছবি দেখিয়েছে কিভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষিসহ হীরক রাজ্য তৈরির কারিগরদের শোষণ দমন চালাতেন। শেষে মানুষ বিদ্রোহ করে।’ একইসঙ্গে তাঁর পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মানুসন্ধানের সময় এসেছে। ব্যবস্থা নিন।
আরও পড়ুন: বুকে সংক্রমণ নিয়ে নার্সিংহোমে ভর্তি অশোক ভট্টাচার্য, উদ্বেগে শিলিগুড়ি
এই সঙ্গে টুইটে তিনি সরকারি আধিকারিকদের সতর্ক করে আরও লিখেছেন, ‘ আমলাদের এ বি সির শাখা অফিসের মতো আচরণ করা উচিত নয়। আইনের হাতুড়ি থেকে তাঁদের বাঁচা উচিত।’ গড়িয়া শ্মশান কাণ্ডে এরআগেই রাজ্যপাল ও তৃণমূলের সাংসদ , নেতানেত্রীরা টুইট যুদ্ধে জড়িয়েছিলেন। সেই রেশ মেলাবার আগে এদিনের রাজ্যপালের টুইট নতুন বিতর্ক তৈরি করলো বলেই মনে করছেন তথ্যাভিঞ্জ মহল।