fbpx
কলকাতাহেডলাইন

৪৫ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি দেবে মমতা সরকার

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এবার সংখ্যালঘু পড়ুয়াদের দিকে নজর দিল রাজ্য প্রশাসন। এবার রাজ্যের ৪৫ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের বৃত্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনটাই নবান্ন সূত্রে খবর। তবে তার জন্য পরীক্ষায় ওই সমস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে এবং সংখ্যালঘু পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পি বি সেলিম জানান,  সরকার চায় এই সুবিধা যেন যাদের প্রয়োজন তারা সকলেই পান। একেবারে নীচু ক্লাস থেকে পিএইচডি পর্যন্ত সকলে যাতে এই সুবিধা পেতে পারে তার জন্য এই বৃত্তি লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যানের কথায়, “আগস্টের ১ তারিখ থেকে এই স্কলারশিপ দেওয়া শুরু করেছে সরকার। আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ৫০ লক্ষ অতিক্রম করতে চাই।”
প্রসঙ্গত, গত বছরে ৪২ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াদের এই বৃত্তি দিয়েছিল সরকার, জানিয়ে দেন সেলিম। এই প্রোগ্রামে যারা অন্তর্ভুক্ত হবেন তাঁরা ১,৫০০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। প্রত্যেক মাসে সেই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে তার জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে। এছাড়াও কিছু ক্ষেত্রে যদি সরকার নিজে থেকেই এ ধরনের ছাত্র-ছাত্রীদের খোঁজ পায়, তাহলে তাদেরও বৃত্তি প্রদান করা হবে।

Related Articles

Back to top button
Close