
জয়দেব লাহা, দুর্গাপুর: ‘অবৈধ কয়লা কারবারে বিজেপি যুক্ত থাকলে দিদি কেন তদন্ত করেননি? বিজেপিকর্মীরা শান্তিপুর্ন মিছিল করলেও মিথ্যা মামলা দেওয়া হয়। মিথ্যা মামলা দেওয়াতে উনি মাস্টার, দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার মমতা ব্যানার্জীর।” বুধবার দুর্গাপুরে চা’পে চর্চায় এসে কয়লা কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা জবাব দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
বুধবার সকালে দুর্গাপুর ট্রাঙ্করোডে বিজেপির চা’পে চর্চা কর্মসুচী ছিল। এদিন ওই কর্মসুচীতে যোগ দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষ করেন রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের। তিনি নির্বাচনী গিমিক বলেই কটাক্ষ করেন স্বাস্থ্যসাথী প্রকল্পটিকে ।