করোনা-আমফান মোকাবিলায় ভালো কাজ করেছেন মমতা: জ্যোতিপ্রিয় মল্লিক

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় ভালো কাজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার এক সভায় এমনটাই বললেন রাজ্য্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্য বিজেপির নেতৃত্ব এই কঠিন পরিস্থিতিকে শুধুমাত্র হাত গুটিয়ে থেকে মুখ্যমন্ত্রীর কাজের সমলোচনা করার পাশাপাশি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। তাই বিজেপি থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, মানুষের জন্য সব ধরনের কাজ করতে গেলে বিজেপিতে থেকে করা যাবে না। এর জন্য তৃণমূল কংগ্রেসের দলে নাম লেখাতে হবে। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের দুই পঞ্চায়েত সদস্য। এর ফলে এই পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।
অন্যদিকে স্বরুপনগরের বাংলানী গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যও যোগ দিলেন তৃণমূলে। এদিন দুপুরে বারাসাত জেলা পরিষদের তিতুমীর হলে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই জেলার সবকটি বিজেপির হাতে থাকা পঞ্চায়েতের দখল নেবে তৃণমূল বলে জানান জ্যোতিপ্রিয়বাবু।