নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাঙচুরের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। রাজ্য বিজেপি ইতিমধ্যেই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। সোমবার বিশ্বভারতীর ভাঙচুরের ঘটনায় মুখ্যমন্ত্রী মদত জুগিয়েছেন এমনটাই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তাঁর অভিযোগ, বিশ্বভারতীর ভাঙচুরের ঘটনায় মদত জুগিয়ে রবীন্দ্রনাথকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘ তৃণমূল কংগ্রেস নকশালদের মতো মনীষীদের মূর্তি ভাঙচুরের রাস্তা নিয়েছে। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। এবার রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের তোরণ ভেঙেছে। তৃণমূলের বিধায়ক ও তাঁর অনুগামীদের নেতৃত্বে ভাঙচুর হয়েছে। আর মুখ্যমন্ত্রী সেই কাজকে সমর্থন করেছেন। আমি বাংলার মানুষের কাছে আবেদন করছি, সংস্কৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন।’
আরও পড়ুন: দেশের ইতিহাস না জেনে মন্তব্য করছেন, জ্যোতিপ্রিয়কে তোপ তথাগতর
এদিন তিনি মাস্ক কেনায় দুর্নীতি নিয়েও সোচ্চার হন। তাঁর অভিযোগ,’মাস্ক কেনার দুর্নীতি ঢাকতে মুখ্যমন্ত্রী খারাপ কিটের গল্প ফাঁদছেন। একেবারে শুরুতে খারাপ কিট চিন থেকে এসেছিল। এখন দেশেই যথেষ্ট পরিমাণে কিট উৎপাদন হচ্ছে। মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে জানান, মাস্ক কেনায় কোথায় দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে কোথায় দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ করা ওঁর দায়িত্ব, আড়াল করা নয়।