
শরণানন্দ দাস, কলকাতা: বাংলাদেশি শ্যুটার দিয়ে বিজেপি কর্মীদের খুন করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপির রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
কি অভিযোগ করেছেন তিনি? কৈলাস বলেন, ‘এতোদিন তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের বোমা মেরে, নয়তো খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালাতো। কিন্ত এখন বাংলাদেশি শ্যুটার ডেকে বিজেপি কর্মীদের খুন করানো হচ্ছে। এ থেকে অনুমান করা সম্ভব বাংলায় কী কঠিন পরিস্থিতিতে বিজেপি কর্মীরা কাজ করছেন।’ এই প্রসঙ্গে তিনি মনীশ শুক্লার খুনের প্রসঙ্গে উল্লেখ করেন। কৈলাস বলেন, ‘ পুলিশ মনীশের বন্দুক, লাইসেন্স আগে থেকেই নিয়ে নিয়েছিল। মনীশকে পেশাদার শ্যুটার দিয়েই খুন করা হয়েছে।’
আরও পড়ুন: ২৫ কেজির সোনার গয়নায় সজ্জিত ‘মা দুর্গা’, শ্রীভূমির আটচল্লিশতম বছরে এবার কেদারধাম
তিনি বলেন, ‘ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। সীমান্ত পারের শিশু পাচার, নারী পাচার, নকল নোট,গোরুপাচারের মতো অপরাধমূলক কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। আগে রাজনৈতিক অপরাধীকরণ হতো, এখন আমলাতান্ত্রিক অপরাধীকরণ হচ্ছে। এটাই চিন্তার বিষয়। সিবিআইকে দিয়ে তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে। আমি কোন রাজনৈতিক অভিযোগ করছি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমরা সিবিআই তদন্তের জন্য আদালতে যাচ্ছি।’