fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদের বিডিও-র মৃত্যুতে সমবেদনা মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি মুর্শিদাবাদের নওদার বিডিও কৃষ্ণচন্দ্র দাসের কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তাঁর আকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়াতে দুটি পোস্ট লিখে সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। প্রথম পোস্টে তিনি বলেন, ‘মুর্শিদাবাদে নওদার বিডিও পদে নিযুক্ত কৃষ্ণচন্দ্র দাসের অকাল মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি অত্যন্ত শোকাহত। তিনি একজন নিবেদিত ডাব্লুবিসিএস অফিসার, কোভিড -১৯ এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সর্বাগ্রে ছিলেন এবং মহামারী চলাকালীন তাঁর কাজের প্রতি আন্তরিকতা ও প্রতিশ্রুতিবদ্ধতার দুর্দান্ত বোধ প্রকাশ করেছিলেন।’

অন্য আরেকটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তাঁর নেতৃত্বকে, ও বাংলার জনগণের জন্য তাঁর সর্বোচ্চ ত্যাগকে সালাম জানাই। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল, তবে আমরা তাঁর পরিবারের সঙ্গে পাশে দাঁড়িয়েছি এবং এই পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করব। তাঁর পরিবারের প্রতি, তাঁর বন্ধুরা এবং সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

Related Articles

Back to top button
Close