fbpx
কলকাতাহেডলাইন

আজ অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  আজ অক্সফোর্ড ইউনিয়নের  বিতর্কসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভার্চুয়ালি বিতর্ক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন মমতা। অক্সফোর্ড ইউনিয়ন উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে একটি বিতর্ত সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নে দালাই লামা, স্টিফেন হকিং, অ্যালবার্ট আইনস্টাইন এবং মাদার টেরেসার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন।

এই বছরের জুলাইয়ে বিতর্কসভায় বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছিলেন এবং তা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটায় বাংলার আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে ভার্চুয়াল বিতর্ক সভা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বলে সূত্রের খবর। এবারই প্রথম নয়, এর আগেও কন্যাশ্রী নিয়ে বিশ্বের দরবারে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্প সারা বিশ্বের কদর পেয়েছিল। তারপরে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা প্রমাণ করলেন, তিনি কথায় নয় কাজেই প্রমাণ দিয়েছেন। সেই কারণেই অক্সফোর্ড হোক বা রাষ্ট্রপুঞ্জ, সব জায়গাতেই তাঁর প্রকল্প সমাদর পেয়েছে। নবান্ন সূত্রের খবর, এদিনের বক্তব্যে, মূলত মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী থেকে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধুর মতো আমজনতার প্রকল্পের কথাই তুলে ধরবেন। পাশাপাশি, এই প্রকল্পে কী করে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন সেই সব তথ্যও তুলে ধরা হবে।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভে রাজধানীর সঙ্গে যোগাযোগের পথ অবরুদ্ধ, শাহের বাড়িতে জরুরি বৈঠকে তোমর-গোয়েল

অক্সফোর্ড ইউনিয়ন শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এবং তাঁদের প্রশ্নগুলি ১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য বলেছিল। নির্বাচিত কয়েকটি প্রশ্ন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার উত্তর তিনি আজ বক্তব্যে দেবেন। ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি সেই আমন্ত্রণ রাখতে পারেননি তত্‍কালীন রেলমন্ত্রী।

Related Articles

Back to top button
Close