fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

আগামীকালই রামপুরহাটে যাচ্ছেন মমতা, ‘প্রমাণ লোপাট করতে আসছেন মুখ্যমন্ত্রী’, সমালোচনায় সুকান্ত ও শুভেন্দু

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আনিস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্যালীলা ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবারই বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলার মেয়েদের দূর্গারূপে পূজো করা হচ্ছে।আর তাদের শিকল দিয়ে বেঁধে পোড়ানো

জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। লজ্জাজনক ঘটনা। রাজ্য সরকারের ব্যর্থতা। তালাবন্ধ করে কিভাবে জ্বালিয়ে দেওয়া হল? পশ্চিমবঙ্গে একের পর এক খুন হয়ে চলেছে। এর থেকেই বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। পাশাপাশি শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী রামপুরহাটে আসছেন আসছেন প্রমাণ লোপাটের জন্য। সিবিআই, এনআই এ তদন্ত চাই।

বুধবার এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা প্রকল্পে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামপুরহাট কাণ্ড নিয়েও সরব হন তিনি। সেখানেই তিনি জানিয়ে দেন আগামীকাল রামপুরহাটে যাচ্ছেন।

আজ মমতা বলেন, ‘সরকারটা আমাদের। আমরা কি চাইব কেউ খুন হোক। আমরা কি চাইব কেউ বোমা মারুক। এটা তারাই করে যারা সরকারে নেই। যারা চায় সরকারটা ব্যতিব্যস্ত হোক। মুখ্যমন্ত্রী বলেন, আমরা চক্রান্তকারী দল নই।

মমতা বলেন, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কেউ ছাড় পাবে না। আমি গতকাল পঞ্চাশবার ফোন করেছি। ওসি-এসডিপিও-কে সরিয়ে দিয়েছি। সিট গঠন করেছি। পুলিশের ডিজি সেখানে পড়ে আছেন। তাই আজ আমি যাব।

এই অবস্থাতেও বিরোধীদের কটাক্ষ করতে ভোলেননি তিনি। স্বভাবচিত ভঙ্গিতে আক্রমণ করে বলেন, আমি বুধবারই যেতে চেয়েছিলাম। কিন্তু আরও অনেকে গেছেন। তাঁরা ‘ল্যাংচাতে ল্যাংচাতে ল্যাংচামহলে’ পৌঁছান। তার পর ল্যাংচা খেয়ে আসানসোল হয়ে রামপুরহাটে যাবেন। এর পর গেলে রাত হয়ে যেত, তাই আমি এদিন গেলাম না।

Related Articles

Back to top button
Close