fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেফতার ২

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: সশস্ত্র অবস্থায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেফাতার হল দুই দুষ্কৃতী।শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ধৃতদের নাম সমীর সেখ ও মন্টু শেখ। দুজনেরই বাড়ি কাটোয়া থানার হরিপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কাটোয়া শহরের মাধবিতলা এলাকায় বাইক আরোহী সঙ্গে সাইকেল আরোহীর মধ্যে প্রথমে বচসা পরে হাতাহাতি শুরু হয়।
তখনই বাইক আরোহী বাইক থেকে নেমে সামনে দোকানে যায়। দোকানদারকে কিছু না বলেই ওই বাইক আরোহী এখনটি ত্রিশূল তুলে সাইকেল আরোহীকে মারতে যায়। এমনটা দেখা মাত্রই বাধা দেয় ওই দোকানদার। বাইক আরোহীকে দোকান থেকে বের করে দেয়। অভিযোগ এরপরেই কিছু ছেলেকে নিয়ে এসে বাইক আরোহী ওই দোকানদারের উপর চড়াও হয়। দোকানদারকে মারধর করা শুরু করে। এমনটা দেখে অন্য ব্যবসাদাররা ওই দোকানদারকে বাঁচাতে গেলে ওই বাইক আরোহী ও তার দলবল তাদেরকেও মারধর করে বলে অভিযোগ।

ব্যবসাদাররা অভিযোগ করেছেন হামলাকারীদের সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো শুরু করে ব্যবসায়ীরা।

খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করার পর বিক্ষোভ তুলে নেন ব্যবসায়ীরা।

Related Articles

Back to top button
Close