কৃষক আন্দোলনের সুর মোদির গলায় ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনে উজ্জীবিত কল্যাণীবাসী

অভিষেক আচার্য, কল্যাণী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মন কি বাত” অনুষ্ঠান আয়োজিত হল কল্যাণীর গয়েশপুর পৌরসভার অন্তর্গত রামকৃষ্ণপল্লী সংঘের মাঠে। স্থানীয় সমাজসেবী সঞ্জীব ধর ও সাগর দাসের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ মানবেন্দ্র রায়, অধ্যাপক প্রবীর বৈদ্য, বিশিষ্ট সমাজ সেবিকা তনুজা চক্রবর্তী সহ অন্যান্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে সুশৃঙ্খলভাবে মন কি বাত শোনেন এলাকার পঞ্চাশ জনের মতো স্থানীয় বাসিন্দা। বর্তমানে দেশজুড়ে চলতে থাকা কৃষক আন্দোলনের প্রসঙ্গও শোনা গেল মোদির গলায়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের ফসল বিক্রি করতে গিয়ে মধ্যস্বত্বভোগীদের দ্বারা যেভাবে নিপীড়িত হয় সেখান থেকে এদিনের বক্তব্যে বেরিয়ে আসবার পথ দেখান প্রধানমন্ত্রী।
এছাড়াও, এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন ভারতের স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মহাত্মা গান্ধীর অবদানের কথা। প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে পেয়ে খুশির আমেজ দেখা গেল স্থানীয় বাসিন্দাদের মধ্যে।