fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মন্দির-মসজিদের দরজা খুলে দেওয়ার আবেদন নিয়ে মোদিকে চিঠি ইয়েদুরাপ্পার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: যখন সারা দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ঠিক তখনই কর্ণাটকের মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পার এক নতুন আবেদন রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

ক্রমশই সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে দু’লাখের কাছাকাছি গিয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করার একটা প্রবণতা দেখা গিয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠির মাধ্যমে আগামী ১ জুন থেকে রাজ্যের সব মন্দির, মসজিদ, গির্জা খোলার অনুমতি চেয়েছেন।

ইয়েদুরাপ্পা জানিয়েছেন, কেন্দ্র অনুমতি দিলে ১ জুন থেকে সব ধর্মীয় স্থান খুলে দেবে রাজ্য সরকার। তবে এর জন্য সামজিক দূরত্ব রেখে চলতে হবে সকলকেই।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় স্পষ্টই লেখা আছে, কোনওভাবেই কোনও ধর্মীয় স্থান খোলা যাবে না। উল্লেখ্য, গত মার্চ থেকেই সবরকম ধর্মীয় স্থানই বন্ধ রয়েছে। কিন্তু ইতিমধ্যেই কর্ণাটকের একাধিক মন্ত্রী প্রকাশ্যেই জানিয়েছেন, জুন মাস থেকে খুলে যেতে পারে রাজ্যের ধর্মীয় স্থানগুলি।

সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক বৈঠক রয়েছে। সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে।

Related Articles

Back to top button
Close