
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ ফের ইডির দফতরে হাজিরা দেবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্য। গত বুধবারই তাকে প্রায় ১৪ ঘন্টা জেরা করা হয়। আজ ফের কেন্দ্রীয় আধিকারিক সংস্থাদের সামনে বসবেন।
এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ইডির হেফাজতে রয়েছেন। তাকে জেরা চলেছে। তবে ইডিকে সেই ভাবে সহযোগিতা করছেন না বলেই সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত পার্থর কাছ থেকে ইডি যা বয়ান পেয়েছে সেই তথ্য মানিক ভট্টাচার্যের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। হবে৷ আজ বেলা এগারোটা নাগাদ মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে৷
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময়ই মানিক ভট্টাচার্যের সই করা নোট উদ্ধার হয় বলে আদালতে জমা করা সিজার লিস্টে জানিয়েছে ইডি৷ এসএসসিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাশাপাশি টেট-এর শিক্ষক নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠেছে৷ মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালানো হবে৷ মানিক ভট্টাচার্যকে এ দিন আরও বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। তবে পার্থ ও মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কিনা তা এখনও জানা যায়নি।