আরও ১৪ দিন জেলেই কাটাতে হবে মানিককে, নির্দেশ আদালতের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক বন্দ্যোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। বিচারক জানিয়ে দিয়েছেন, জেলে গিয়ে জেরা করতে পারবে সিবিআই। কারণ, মানিক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চেয়ে আদালতে একটি পিটিশন জমা দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই সম্মতি দিয়েছে আদালত।
এবার সিবিআই ও ইডির তদন্তকারি অফিসারদের সামনে জেরায় বসতে হবে মানিককে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। তার আগের দিন দুপুরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সেখানেই সারারাত ছিলেন মানিক। ১১ তারিখ সকালে গ্রেফতার হন ইডির হাতে।
মানিকের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ ছিল, টেটে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। সব জেনেই মানিক ভট্টাচার্য তাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের কথোপকথনের বিষয়ও ইডির চার্জশিটে উল্লেখ করা হয় বলে সূত্রের দাবি।