fbpx
অসমহেডলাইন

ভোটের আগে অশান্ত মণিপুর, মর্টার শেল বিস্ফোরণে নিহত এক শিশু সহ ২, আহত ৫

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ভোটের আগে ফের অশান্ত হল মণিপুর। শনিবার মণিপুরের চূড়াচাঁদপুরে ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল এক সহ দুজনের। জখম হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পিসিআই গির্জার কাছে একটি বাড়িতে এই বিস্ফোরণ হয়। কয়েকজন শিশু ও কিশোর খেলার কিছু সামগ্রী ভেবে মর্টার শেল কুড়িয়ে নিয়ে বাড়িতে আসে। তার পর খেলতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ৬ বছরের শিশু মাংমিনাল ও ২২ বছরের লাংগিংসাংয়ের। জখমদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে যায় ফরেনসিক বিশেষজ্ঞরা।

৬০ আসন বিশিষ্ট মণিপুরে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ বিধানসভার ভোটগ্রহণ। গণনা হবে ৮ মার্চ।

এমনিতে রাজনৈতিক কারণে উত্তপ্ত মণিপুর। তার মধ্যে আবার এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করল।

Related Articles

Back to top button
Close