fbpx
অসমহেডলাইন

মনিপুরী সাহিত্য পরিষদের মতবিনিময় অনুষ্ঠানে সমাজে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে যুব প্রজন্মকে এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিনিধি, কাটলিছড়া, ২৪ জুলাই: মনিপুরী সমাজের সাহিত্য, সংস্কৃতির উন্নয়নে টেট শিক্ষক সহ যুব প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়ে শুক্রবার লালায় শেষ হল মনিপুরী সাহিত্য পরিষদের সারাদিনব্যাপী মতবিনিময় সম্মেলন। অসম মনিপুরী সাহিত্য পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির উদ্দ্যোগে এদিন লালার চেংবিল নঙ্গি শঙ্গাই ভবনে মনিপুরী সম্প্রদায়ের টেট শিক্ষক সহ যুব প্রজন্মের যুবক যুবতীদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অসম মনিপুরি সাহিত্য পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সহ সভাপতি এল খগেন্দ্র সিংহের  পৌরোহিত্যে আয়োজিত মতবিনিময় সভায় কে স্বপন সিংহ, কে চন্দ্রশেখর সিংহ, এইচ বীরেন্দ্র সিংহ, এন জি জয়কুমার সিংহ, কে রবীন্দ্র সিংহ, টিএইচ মনিলাল সিংহ, কে রঞ্জন সিংহ, সুরজিৎ সিংহ,, দীপকুমার সিংহ, চিএইচ বিজিৎ সিংহ, এইচ সঞ্জয় সিংহ, গুনজিৎ সিংহ, তাজেন সিংহ, এনজি কিরন কুমার সিংহ, সুরজ সিংহ অংশ নিয়ে মনিপুরী সমাজের সাহিত্য, সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন পরামর্শ দান করেন।

সাহিত্য পরিষদের জেলা সম্পাদক কোন্সম রবীন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা কে স্বপন সিংহ মনিপুরী সম্প্রদায়ের সাহিত্য, সংস্কৃতির প্রচার ও প্রসারে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে টেট শিক্ষকদের মনিপুরী সাহিত্য চর্চা, অনুবাদ ইত্যাদির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা গ্রহণের ডাক দেন। কে চন্দ্রশেখর সিংহ অসম সরকারের থ্রি লেঙ্গুয়েস্ট ফর্মুলাকে কার্যকর করার দাবি জানান। মনিপুরী সাহিত্য পরিষদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য যুব প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান অন্যান্য বক্তারা।

Related Articles

Back to top button
Close