মণীশ খুনে CBI চেয়ে মামলা হাইকোর্টে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: টিটাগড়ের বিজেপি নেতা তথা ব্যারাকপুর আদালতের আইনজীবী মণীশ শুক্লার খুনে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করেন জনৈক আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।
এদিন মামলাকারি আইনজীবী জানান, গত ৪ অক্টোবর রবিবার ভরসন্ধ্যায় টিটাগড় থানার সন্নিকটে গুলিবিদ্ধ হয়ে খুন হন মণীশ শুক্লা। এরপর রাজ্য সরকারের নির্দেশে তদন্তের দায়িত্বভার নেয় সিআইডি। একজন আইনজীবী হিসেবে অপর একজন আইনজীবীর খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্তে নেমে যাদেরকে গ্রেফতার করেছে, তারা পুলিশের পূর্ব পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে পুলিশের ছবি দেখা গিয়েছে। এই অবস্থায় মণীশ শুক্লার খুনের তদন্ত যদি তারা করে, তাহলে নিরপেক্ষ তদন্ত হবে না। সেই তদন্ত প্রভাবিত হবে।