রান্না করা খাবার থেকে শুকনো খাবার তুলে দিয়ে মানবিকতার নজির মন্তেশ্বর পুলিশের
অভিষেক চৌধুরী,কালনা: বিভিন্ন টেবিলে থরে-থরে সাজানো রয়েছে চাল,ডাল,আলু,সয়াবিনের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস। আর সামাজিক দূরত্বকে বজায় রেখে লম্বা লাইন দিয়ে সেইসব মালপত্র নিজেদের ব্যাগে ভরে মনের আনন্দে বাড়ি নিয়ে গেলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকার মানুষজন।এমনিই এক মানবিক চিত্র আরও একবার দেখা গেল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা পুলিশের উদ্যোগে।
লকডাউন পরিস্থিতির মধ্যেই আবারও চাল-ডালের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া শুরু করল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ। মন্তেশ্বরের মামুদপুর ও পুটশুড়ি এলাকায় প্রায় তিনশো জনের হাতে এই দ্রব্যাদি তুলে দেওয়া হয়। কখনও এক জায়গায় বিভিন্ন টেবিলে বিভিন্ন দ্রব্যাদি সাজিয়ে রেখে আবার কখনও ঘরের দুয়ারে পুলিশ নিজের হাতেই তুলে দিচ্ছেন সেইসব জিনিস। শুধু তাই নয় বিভিন্ন এলাকায় পড়ে থাকা সাধারণ মানুষের মুখে রান্না করা খাবারও তুলে দিচ্ছেন মন্তেশ্বর থানার পুলিশ। স্বাভাবিক কারণেই পুলিশকে এমনিই এক মানবিক ভূমিকায় দেখে খুশি এলাকার বাসিন্দারা।