ভিনরাজ্য থেকে ফিরলেন পরিযায়ী শ্রমিকেরা

অরূপ দেবনাথ, হলদিবাড়ি: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে লকডাউনে আটকে পড়া প্রচুর পরিযায়ী শ্রমিক হলদিবাড়িতে ফিরলেন।প্রশাসনের তরফে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায় বুধবার প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক কেরালা থেকে হলদিবাড়িতে ফেরেন। ব্লক প্রশাসনের তরফে হলদিবাড়ি ঢোকার আগে কাশিয়া বাড়ি চেক পোস্টে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও থার্মাল স্ক্যানিং করা হয়।সকলে সুস্থ থাকায় তাঁদের ১৪দিনের হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
পরিযায়ী শ্রমিকরা জানান, রবিবার কেরল থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে তারা হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।বুধবার তারা কোচবিহারে এসে পৌঁছয়। সেখান থেকে তাদের মেখলিগঞ্জ নিয়ে আসা হয়।এবং মেখলিগঞ্জ থেকে তারা হলদিবাড়িতে ফেরেন।
হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত বলেন বাইরে থেকে আগত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও থার্মাল স্ক্যানিং করার পর তারা সম্পূর্ণ সুস্থ থাকায় তাদের ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।