fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদ জেলাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত এক, রবিবার নতুন করে আক্রান্ত ৯

কৌশিক অধিকারী, বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলাতে রবিবার প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৩২জন যুবকের । গত ২০শে মে ভর্তি করা হয় বহরমপুর মাতৃ সদনে করোনা হাসপাতালে ।  মহারাষ্ট্র থেকে এই পরিযায়ী শ্রমিক ফিরে ছিলেন এবং গত ২০শে মে ভর্তি হন এবং রবিবার তার মৃত্যু হয় বহরমপুর করোনা হাসপাতালে। মৃতের বাড়ি নবগ্রাম থানার পাঁচ গ্রাম এলাকায়।

 

 

অন্যদিকে রবিবার দিনভর মুর্শিদাবাদ জেলাতে রবিবার দিনভর ৯ জন করোনা আক্রান্ত হদিশ মিলল।  বড়ঞা ব্লকের ৩ জন, ২ জন সাগরদিঘী, ২ জন ডোমকল, ১ জন ভরতপুর ও ১ জন নবগ্রাম বাসিন্দা বলে জানা গিয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছেন। করোনা আক্রান্ত এলাকায় শীল করে দেয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে ৯ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য । মুর্শিদাবাদ জেলাতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৪৬ জন।

Related Articles

Back to top button
Close