fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

২১-এর ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের আরও অনেকে বিজেপিতে যোগ দেবে: আলী হোসেন সাহেব

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন স্থানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এতদিন ভিন্ন রাজনৈতিক দলগুলি নানাভাবে ভুল বার্তা দিয়ে রেখেছিল। সামগ্রিক পরিস্থিতির কথা ভাবনা চিন্তা করেই সংখ্যালঘু সম্প্রদায়ে যোগদান করছে আরও অনেকে বলে জানালেন রাজ্যের সংখ্যালঘু মোর্চার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত  সভাপতি আলী হোসেন সাহেব।

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় আলী হোসেন সাহেবকে। এক অনুষ্ঠানে মেদিনীপুর যাওয়ার পথে আলী হোসেন সাহেব উপস্থিত সংখ্যালঘু ভাইদের বার্তা দিলেন যে, এতদিন ধরে যেভাবে রাজ্যের শাসক দল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি সংখ্যালঘু ভাই-বোনেদের ভুল বার্তা দিয়ে রেখেছিলেন তার যোগ্য জবাব দিতে হবে আগামী ২১ সালের বিধানসভা নির্বাচনে।

নির্বাচনের আগে দেখবেন শয়ে শয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসছে। এতদিন ধরে শাসক দল যে ধোঁকা দিয়ে আসছে তার প্রতিবাদে সরব হযে জবাব চাই। দলের আদর্শ নীতি পরিচ্ছন্ন।  বর্তমানে দলে যোগদান করার ক্ষেত্রে যে ঢেউ উঠেছে সংখ্যালঘু ভাই বোনেদের তার জন্য অভিনন্দন।

[আরও পড়ুন- ছেলের হাতে বাবা খুন, মায়ের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত ছেলে]

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি  সেখ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক  মহম্মদ সোফি খান,   তমলুক জেলা সাংগঠনিক জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়েক, কোলাঘাট মন্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি জাকির হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মুক্তারুল বিবি, যুব মোর্চার নেতৃত্ব প্রসেনজিৎ সরকার, কোলাঘাট মন্ডলের সম্পাদক স্বপন বেরা। এক সাক্ষাৎকারে জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন বলেন, জেলার অবহেলিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নেওয়া হচ্ছে। বৃহত্তর গণআন্দোলনের পথেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন  সামিল হচ্ছে।

 

Related Articles

Back to top button
Close