পশ্চিমবঙ্গহেডলাইন
মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থপ্রদান বিভিন্ন সংগঠনের
অরূপ দেবনাথ, হলদিবাড়ি: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে এক লক্ষ আট হাজার ৭৪২ টাকা পাঠালো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি শাখা।
সোমবার হলদিবাড়ি পুরসভার প্রশাসক সঞ্জয় পন্ডিতের হাতে ৫৭ হাজার ৯৯৩ টাকার চেক তুলে দেওয়া হয়। আর বাকি টাকা অনলাইনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলের নির্দিষ্ট একাউন্টে পাঠিয়েছেন বলে জানান,পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি শাখার সভাপতি তমাল রঞ্জন রায়।
অন্যদিকে হলদিবাড়ি লোকশিল্পী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ২৭হাজার৫৫০টাকা দান করা হয়। উপস্থিত ছিলেন লোকশিল্পী ললিত চন্দ্র দাস, দীপালি রায়, নরেশ চন্দ্র রায় প্রমুখ।