সাথী প্রামানিক, পুরুলিয়া: পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভায় শাসক দল ও অন্যান্যদের চাপে রাখতে দলে যোগদান কর্মসূচি বাড়িয়ে তুলছে বিজেপি। শুক্রবার, বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত তুন্তুড়ি সুইসা অঞ্চলের গাগি, মুকরুব, সাইলড্রাবা গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দল সমর্থিত ১৪৭ টি পরিবার বিজেপিতে যোগ দেয়। গাগি গ্রামে এই যোগদান পর্ব হয়।
এই দাবি করে জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা শংকর মাহাতো জানান, প্রচুর রাজনৈতিক দলের সমর্থক আমাদের পতাকা ধরতে ইচ্ছুক। কৌশলগত কারণে তাঁদের গণহারে দলে নেওয়া হচ্ছে না। তবে সময় ও পরিস্থিতি বুঝে সেই কার্যক্রম চলবে বলে জানান তিনি। এদিন তিনিই ওই পরিবারের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন।