fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে প্রবল যানজটের আশঙ্কায় শহরবাসী, বন্ধ একাধিক রাস্তা

শহরের রাস্তায় মোতায়েন পুলিশ, আনা হয়েছে জল কামান

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে প্রবল যানজটে ভোগার আশঙ্কায় শহরবাসী। একদিকে বৃষ্টি আর অন্যদিকে এই অভিযানকে ঘিরে কলকাতা শহর আজ প্রায় অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা। কলকাতার একাধিক রাস্তায় আংশিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। যারা কলকাতা দিয়ে হাওড়ায় আসবেন তাদের জন্য বালি সেতু বা নিবেদিতা সেতু দিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে কোনা এক্সপ্রেস ওয়ে, ফোরশোর রোড, আন্দুল রোড।

আজ মঙ্গলবার বিজেপির মূল দুটি জমায়েত হওয়ার সাঁতরাগাছি ও হাওড়া ময়দানে। দাশনগরের হাওড়া-আমতা রোড ও লিলুয়ার বেলগাছিয়ার দিকে বেনারস রোড ছাড়া পুলিশ কমিশনারেট এলাকায় অধিকাংশ রাস্তাই এদিন বন্ধ থাকবে। নির্মলচন্দ্র স্ট্রীট ও কলেজস্ট্রীট সহ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ বেলা ১১ টা থেকে ৩ টে পর্যন্ত। গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে লেনিন সরণি, মৌলালি ও এজেসি বোস রোড দিয়ে।

ইতিমধ্যেই  গার্ডরেল সাঁতরাগাছি কোনা হাইওয়ে এক্সপ্রেস ঘিরে দেওয়া হয়েছে। গার্ডরেলকে মজবুত করতে ইলেকট্রিক ওয়েল্ডিং এর মাধ্যমে রাস্তার সঙ্গে গর্ত করে তা বসিয়ে দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই আর এই গার্ডরেল টপকে বিজেপি কর্মী সমর্থকরা নবান্ন দিকে না আসতে পারেন। মোতায়েন প্রচ্রুর পুলিশ ও জলকামান। সাঁতরাগাছিই নয়, হাওড়া  হাওড়া সিটি পুলিশের তরফ থেকে হাওড়া ময়দানেও লোহার ব্যারিকেড বসানো হয়েছে।

যান চলাচল নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে সোমবার বিকেলে শরৎ সদনে বৈঠকে বসেন হাওড়া পুলিশের  উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা আইপিএস অফিসারেরা ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। বৈঠকের পর জানানো হয়, সকাল থেকেই হাওড়া শহরের একাধিক অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Related Articles

Back to top button
Close