fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা পরিস্থিতিতে সবুজ সাথী সাইকেল নিতে এসে অসুস্থ বহু ছাত্রছাত্রী

শ‍্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: দ্রুতগতিতে ছোটা গাড়িতে অসুস্থ হয়ে পড়ল বহু ছাত্র-ছাত্রী। শিক্ষক, অভিভাবকদের ছাড়াই এইসব ছাত্রছাত্রীরা সবুজসাথীর সাইকেল নিতে এসেছিল। উত্তর ২৪ পরগনা গাইঘাটার গাইঘাটা জয়তারা কবিগুরুর বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীদেরকে সবুজ সাথী সাইকেল আনার জন্য গাইঘাটা কিষান মান্ডিতে এসেছিল। স্কুলশিক্ষকদের উপস্থিতিতে সেখান থেকে লরিতে সাইকেল বোঝাই করে সেই লরিতেই ছাত্র-ছাত্রীরা উঠে পড়ে।  লরিতে ছিল না কোনও শিক্ষক, ছিল না কোনও অভিভাবক। দ্রুতগতিতে যশোর রোড দিয়ে লরি যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে মারিস খাতুন নামে নবম শ্রেণীর এক ছাত্রী।

[আরও পড়ুন- ভাঙড়ে আবার আক্রান্ত আব্বাস সিদ্দীকির অনুগামীরা, ভাঙড় থানায় বিক্ষোভ]

যদিও এই ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ শীল অভিভাবকদের উপরে দায় চাপালেন। তিনি বলেন যে, স্কুল থেকে অভিভাবকদের কাছে টোকেন দেওয়া হয়েছিল। অভিভাবকদের উপস্থিতিতে কোভিড প্রটোকল মেনেই সাইকেল তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে অভিভাবকরা সঙ্গে ছিল কিনা সেটা আমাদের জানা নেই।

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস জানান যে, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক উভয়ের গাফিলতি ছিল।  স্কুল কর্তৃপক্ষের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

 

Related Articles

Back to top button
Close