fbpx
আন্তর্জাতিক

ঘানায় মারবার্গ ভাইরাসের আক্রমণে মৃত ২

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনা আবহে হানা মারবার্গ ভাইরাসের। পশ্চিম আফ্রিকার ঘানায় দুজনের মৃত্যু হয়েছে। ইবোলার থেকেই এই ভাইরাস অধিক সংক্রমণ বলছেন বিশেষজ্ঞরা। ইবোলা গোত্রের অতি সংক্রমনশীল এই ভাইরাসে দেশটিতে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। দেশটির দক্ষিণের আশান্তি অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎধীন ছিলেন তারা।

চলতি মাসের শুরুতে ওই দুই ব্যক্তির নমুনা পরীক্ষা করে পজিটিভ ফল পাওয়া যায়।

বর্তমানে তা সেনেগালের পরীক্ষাগারেও যাচাই করা হয়েছে। ঘানার এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহে ৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভাইরাসের জন্য কোনও চিকিৎসা এখনো উদ্ভাবন হয়নি। কিন্তু ডাক্তাররা বলছেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করলে রোগীর বেঁচে যাওয়া সম্ভাবনা বেড়ে যায়।’

ভাইরাসটি বাদুড়ের দেহ থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে। আর মানবদেহ থেকে বের হওয়া যেকোনও

তরল পদার্থের মাধ্যমে অন্য ব্যক্তি সহজেই আক্রান্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে মাথা ব্যথা, জ্বর, পেশিতে ব্যথা, রক্তবমি, এমনকি রক্তক্ষরণের মতো উপসর্গও দেখা দিতে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা স্থানীয়দের কোনো মাংস খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে রান্না করে খাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Related Articles

Back to top button
Close