fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

চাঁইপুরে শহীদ স্মরণ

ভাস্করব্রত পতি, তমলুক : চাঁইপুর রবীন্দ্র জয়ন্তী উৎযাপন কমিটির আয়োজনে ভারত চিন সীমান্তে ২০ জন ভারতীয় শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে চাঁইপুর দুৰ্গা মন্ডপের সামনে শোকসভা ও মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলের উদ্বোধন করেন প্রবীণ নাগরিক তপন দুয়ারী। উপস্থিত ছিলেন অজয় কুমার মন্ডল, শেখ ওয়াসিফুর রহমান, প্রভাস মান্না, তরুণ কান্তি মান্না, দীপক মন্ডল প্রমুখ। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন সুখেন্দু মিদ্যা, সীতারাম সামন্ত, মদন আদক, জগদীশ বেরা, সুকুমার মিশ্র, বলরাম অধিকারী, পল্লব কোলা, বাজারের দোকানদার এবং অসংখ্য পথচলতি মানুষ জন ও কিছু কচি কাঁচা ছাত্রছাত্রী।

আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন করে সভা শাসক দলের, ক্ষোভ স্থানীয়দের

প্রথমে শহীদ বেদিতে মাল্য দান ও ২০ টি প্রদীপের শিখা জ্বালিয়ে শোকসভা শুরু হয়। মৌন মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন প্রায় ৪৫ জন। জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংগঠনের সম্পাদক কার্তিক আদক বলেন, “চিনা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করি। যে কোন মূল্যে এই চিনা আগ্রাসন প্রতিহত করতে দেশবাসীকে এক জোট হতে হবে।”

Related Articles

Back to top button
Close