fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেশে! ঘন কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল চিনের একটি কারখানায়। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব চিনে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। চারপাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১ টা ১৫ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। চিনের ফুজিয়ান প্রদেশের ফুজো শহরে এভাবে আগুন লাগে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

যদিও বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকাজ চলছে এখনও। যেসব ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাচ্ছে। যে কারখানায় আগুন লেগেছে, সেখানে স্টিলের জিনিস ও আয়রন কভার তৈরি হয় বলে জানা গিয়েছে। পাশেই ছিল একটি পার্সেল ডেলিভারি ব্রাঞ্চ। সেটিও ভস্মীভূত হয়ে গিয়েছে। সূত্রের খবর, কারখানার পিছনে একটি পেট্রোল পাম্প থেকে আগুনের সূত্রপাত । যার কাছেই ছিল একটি কার্ডবোর্ডের বাক্স তৈরির কারখানা।

                                         আরও পড়ুন: ১০ কোটির ভিক্ষা চান না মতুয়ারা

ঘটনাস্থলে উপস্থিত হয় ২০টি দমকলের ইঞ্জিন। অন্তত ১১০ জন দমকলকর্মী ছিলেন সেখানে। স্থানীয় সময় প্রায় দুপুর ২ টো নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত চলছে।

Related Articles

Back to top button
Close