fbpx
আন্তর্জাতিকহেডলাইন

কাবুলের মসজিদে বড়সড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১০

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণ। শুক্রবার জুম্মাবারে নামাযের সময় এই বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বিসমিল্লাহ হাবিব রয়টার্সকে এ তথ্য জানান। বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার ২৯ এপ্রিল স্থানীয় সময় ২টা নাগাদ পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এই হামলার ঘটনাটি ঘটেছে। কাবুলের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রমজানের শেষ জুম্মার দিনে শত শত মুসল্লি নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখনই এই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের সূত্র তাৎক্ষণিক জানা যায়নি, একই সঙ্গে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবর।

কাবুলের শহরতলি এলাকার একটি ইমার্জেন্সি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, খলিফা সাহিব মসজিদে বোমা বিস্ফোরণে আহত অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছে।

Related Articles

Back to top button
Close