বসিরহাটে কাঠমিলে ভয়াবহ আগুন, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সাতসকালে ভয়াবহ আগুন লাগল এক কাঠমিলে। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের ঘটনা।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মশার জন্য কাঠমিলের লেবাররা ডিমের ট্রে জালিয়েছিল ভোররাতে। আর তা থেকেই আগুন লাগে । জানা গিয়েছে, প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে প্রথমে গ্রামবাসীদের চেষ্টায় পুকুরের জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে ক্রমশ আগুন ছড়াতে থাকে আগুন আয়ত্তের বাইরে চলে যায়।
তার পরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুধুই কি ডিমের ট্রে থেকে আগুন লাগলো, নাকি শর্ট সার্কিট থেকে লাগলো,না কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিয়েছে? পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।
এই কাঠ মিলের মালিক সুবিদ মোল্লা জানান, আগুন লাগার কারণ বুঝতে পারছি না, আমার তো কোন শত্রু নেই যে এই ধরনের ক্ষতি করবে। আমার সর্বোচ্চ শেষ হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।