বিজেপির বাইক র্যালিতে ব্যাপক সাড়া হাওড়া গ্রামীণ জেলায়

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: আর নয় অন্যায়। ভারতীয় জনতা যুব মোর্চার বাইক র্যালিকে ঘিরে শুক্রবার উদয়নারায়ণপুরে উত্তেজনার পর শনিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে বাইক র্যালি করল ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন সকালে বিজেপি নেতা কর্মীরা আমতা কলেজ মোড় থেকে এই বাইক র্যালি শুরু করে। পরে কলতলা, তুলসীবেড়িয়া, রাজাপুর,বানীবন হয়ে র্যালি বাসুদেবপুরে শেষ হয়।
এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার সাধারন সম্পাদক প্রকাশ দাস, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ, সহ সভাপতি রমেশ সাধুখা, বিজেপি নেতা পিন্টু পাড়ুই সহ অন্যানরা। বিজেপি নেতাদের দাবি, তাদের এই বাইক র্যালিতে ভালোই সাড়া পরেছে। এদিকে শুক্রবার উদয়নারায়ণপুরে বিজেপি তৃণমূল ঝামেলার ঘটনায় আমতা থানার পুলিশ ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালাতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশে দেন।
প্রসঙ্গত, বিজেপির বাইক র্যালিকে ঘিরে শুক্রবার বিকেলে উদয়নারায়ণপুরের রতনপুরে উত্তজেনা ছড়ায়। বিজেপির অভিযোগ বাইক র্যালি চলার সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাদের র্যালিতে হামলা চালানোর পাশাপাশি বোমাবাজি করে। পাল্টা তৃণমূলের অভিযোগ, মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মীদের সাথে শশ্মানযাত্রীদের ঝামেলা মেটাতে গেলে তৃণমূল কর্মীদের মারধর করার পাশাপাশি বাড়ি ও দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীরা।