
শরণানন্দ দাস, কলকাতা: অমিত শাহের শহরে আসার ঘণ্টা কয়েক আগে মতুয়া ও আদিবাসীদের মন জিততে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এ নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, ‘ যতই দানছত্র খুলুন মানুষের হারানো বিশ্বাস ফেরৎ পাবেন না।’
বুধবার মতুয়া ও আদিবাসীদের জন্য নবান্ন থেকে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন মমতা। তিনি তপশিলি, বাগদি, বাউরি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মতুয়া উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা করেন, এজন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেন। ডোকরা, ছৌ শিল্পীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তার ঘোষণা করেছেন।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ চালাকির রাজনীতিটা চিরকাল করে গেলেন দিদি। গত ১০ বছরে মতুয়া, তপশিলি, আদিবাসী সম্প্রদায়ের কথা মনে পড়েনি? লালগড়ে শবররা না খেতে পেয়ে মারা গিয়েছে, তখন কোথায় ছিলেন দিদি? এতোদিন ওদের দুঃখ কষ্টের কথা মনে পড়েনি দিদির?’
তিনি বলেন, ‘মতুয়াদের যদি কেউ সম্মানিত করে থাকেন অমিতজি, মোদিজি করেছেন। এনআরসির বিরোধিতা দিদি করেছেন। বছরের পর বছর মতুয়া সম্প্রদায়ের কাছে থেকে ভোট নিয়েছেন, কিন্তু কিচ্ছু করেন নি। আজ ভোটের আগে মতুয়াদের মনে পড়লো দিদির।’
পাশাপাশি বেকার সমস্যার দূরীকরণে মুখ্যমন্ত্রী ২ লক্ষ মানুষকে বাইক কেনার জন্য ঋণ দেওয়ার ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘ বাইক কেনার জন্য ঋণ নিয়ে শোধ করবে কী করে? কাজ কোথায়, জীবিকা কোথায়?’ ছৌ, ডোকরা শিল্পীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনে ৫ লক্ষ টাকা ঋণ দেওয়ার ঘোষণাকে চমক বলে টিপ্পনী কাটেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, ‘ কেন কেন্দ্রের আয়ুষ্মান যোজনার বিরোধিতা করে মানুষকে বঞ্চিত করছেন দিদি? মানুষ আপনার চালাকি ধরে ফেলেছে।’
এবারের সফরে প্রথমদিন আদিবাসী সম্প্রদায়, পরের দিন মতুয়া সম্প্রদায়ের মানুষের ঘরে মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ। জঙ্গল মহলে ধাক্কা খেয়েছে তৃণমূল, মতুয়া সম্প্রদায়ের ভোটও সেই অর্থে গত লোকসভা ভোটে পায়নি তৃণমূল। তাই দুই সম্প্রদায়ের মন জিততে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্ক কষেই ‘ কল্পতরু’ হয়েছেন। এই বিষয়টাই তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ ঘুষ দিতে চাইছেন দিদি। প্রথমে ইমাম, তারপর পুরোহিত, এখন মতুয়া, ঘুষ দিয়ে ভোট দেয়া যায় না দিদি।’