মতুয়া দলপতিদের নিয়ে দত্তপুলিয়ায় বিশেষ বৈঠক বিধায়ক সমীর কুমার পোদ্দারের

শ্যামল কান্তি বিশ্বাস, দত্তপুলিয়া: রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার মতুয়া দলপতিদের নিয়ে আজ বিধায়ক সমীর কুমার পোদ্দার দত্তপুলিয়াতে এক বিশেষ বৈঠক করেন।রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিধায়ক সমীর বাবুর বিশেষ আহ্বানে দলপতিদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার গ্ৰাম ভিত্তিক প্রায় পাঁচ শতাধিক দলপতি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিধায়ক সমীর বাবু,মতুয়া সম্প্রদায়ের অগ্ৰগতিতে মতুয়া দলপতিদের ভূমিকা বিষয়ক আলোচনার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সহ বিধায়ক হিসাবে সমীর বাবু নিজে কি দায়িত্ব এবং ভূমিকা পালন করেছেন,সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন প্রভাকর মন্ডল সহ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীবাস সিকদার প্রমুখ।