fbpx
হেডলাইন

শিক্ষার সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ময়ুর হাট পল্লী উন্নয়ন সমিতি

শ্যামল কান্তি বিশ্বাস : দেরিতে হলেও করে দেখালেন, সমাজসেবী কার্তিক চন্দ্র বিশ্বাস। হ্যা, যার শেষ ভালো,তার সব ভালো-এই শাশ্বত উপমা ই আজ পূনঃ কার্যকর হল। বগুলার সাংস্কৃতিক পরিমন্ডলে সৃজনশীল ভাবনা চিন্তার বহিঃ প্রকাশে ময়ুরহাট পল্লী উন্নয়ন সমিতির ভূমিকা অপরিসীম।

 

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, ক্রীড়া ব্যক্তিত্ব কার্তিক চন্দ্র বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় ২রা জুলাই গৌরনগর গ্ৰাম সহ পার্শ্ববর্তী এলাকা সমূহের নির্বাচিত দুঃস্থ, মেধাবী ক্রীড়া প্রেমী ছাত্রছাত্রী সহ নদীয়া জেলা নেটবল এ্যাসোসিয়েশনের খেলোয়াড় বৃন্দের মধ্যে শিক্ষা সরজ্ঞাম সহ পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা ও রাজ্য স্তরের নির্বাচিত খেলোয়াড় সহ স্থানীয় দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের সংখ্যা ছিল প্রায় ৭০ এর কাছাকাছি। ময়ুর হাট পল্লী উন্নয়ন সমিতি আয়োজিত এই অনুষ্ঠান সংস্থার নিজস্ব ভবনে শুরু হয় দুপুর এক টা থেকে। অনুষ্ঠানে সন্মানীয় অতিথি বর্গের আসন অলঙ্কৃত করেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুকূল বিশ্বাস, শিক্ষক, সংগীতশিল্পী তথা বগুলার কথা-র রূপকার নির্মল সরকার,বগুলা ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি,দক্ষ সংগঠক তথা শিক্ষক ডাঃ স্বপন বিশ্বাস, ‘সবুজের স্বপ্ন সবুজায়ন’ এর অন্যতম সংগঠক নীলিমেশ রায়, শিক্ষক শান্তি দাস সহ আরো অনেকে।সমগ্ৰ অনুষ্ঠানটি পৌরহিত্য করেন, সংস্থার সভাপতি কালিদাস সিকদার।

Related Articles

Back to top button
Close