fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ময়ুরেশ্বরে রিলিফ সেন্টার ঘিরে বাসিন্দাদের ক্ষোভ

সুব্রত মুখোপাধ্যায়, সাঁইথিয়া : ময়ুরেশ্বর দুই নম্বর ব্লকের কুন্ডলা কে এস জি সি হাইস্কুলে করোনা রিলিফ ক্যাম্প ঘিরে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

স্কুলের পাশাপাশি থাকা গুমতা, নিমপুর ডাঙ্গা, মাঝিপাড়া থেকে মহিলারা এসে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষে ময়ুরেশ্বর থানার ওসি এলাকার বাসিন্দাদের রিলিফ ক্যাম্প সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

হঠাৎ দুটি আদিবাসী পরিবার সাঁইথিয়া বহরমপুর সড়ক ধরে হেঁটে বাড়ি যাওয়ার সময় তা কর্তব্যরত ময়ুরেশ্বর পুলিশের নজরে আসে। তৎক্ষনাৎ তাদের কুন্ডলা কে এস জি সি হাইস্কুলে তুলে নিয়ে এসে থাকার বন্দোবস্ত করা হয়। ময়ুরেশ্বর দুই নম্বর ব্লকের বিডিও জানান, কুন্ডলা হাইস্কুল কোয়ারেন্টাইন কেন্দ্র নয়। এটা সাময়িক রিলিফ ক্যাম্প। স্হানীয় বসিন্দারা ভুলবশত এটা কোয়ারেন্টাইন সেন্টার ধরে নেয়।

জানা গেল মোট নজন আদিবাসী শ্রমিককে শুধুমাত্র রাত্রিবাসের জন্য স্কুলে রাখা হয়েছিল। এ প্রসঙ্গে কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন্ত পাল জানান, যে সমস্ত শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরছেন প্রসাশন থেকে খবর পেলেই তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কুন্ডলা হাইস্কুলে থাকা আদিবাসী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
Close