fbpx
আন্তর্জাতিকহেডলাইন

যান্ত্রিক ত্রুটি, ভারতের বিমানের জরুরি অবতরণ পাকিস্তানের মাটিতে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের একটি  পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হল। আরব আমিরাতের শারজাহ থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান রবিবার পাকিস্তানে জরুরি অবতরণ করে। বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছেন পাইলট।

ইন্ডিগোর বিমানটি পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সতর্কতামূলক অবতরণ করে। সব যাত্রী নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় এই বাজেট (স্বল্পমূল্যের) এয়ারলাইনস আরও জানিয়েছে, যাত্রীদের হায়দরাবাদে নেওয়ার জন্য করাচিতে আরেকটি ফ্লাইট পাঠানো হবে।
বিমানের ডান ইঞ্জিনের সিস্টেমে ত্রুটি ধরা পড়ার পর ইন্ডিগো এয়ারবাসটি সতর্কতামূলক অবতরণ করে।

এটি দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানের করাচিতে কোনও ভারতীয় উড়োজাহাজের দ্বিতীয় অনির্ধারিত অবতরণ। এ মাসের শুরুর দিকে ককপিটে জ্বালানি নির্দেশক আলোর ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে করাচি নিয়ে যাওয়া হয়।

 

 

Related Articles

Back to top button
Close